হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে দুই কেজি ৪০০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
Advertisement
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিমানবন্দরের ১১নং বোডিং ব্রিজের পিলারের নিচে পরিত্যক্ত মানিব্যাগ থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা মহাপরিচালক ড. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের মাধ্যমে শুল্ক গোয়েন্দা দল জানতে পারে যে ১১ নং বোডিং ব্রিজের পিলারের নিচে একটি মানিব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
নজরদারির মাধ্যমে মানিব্যাগটি বিমানবন্দরের অভ্যন্তরে ব্যাগেজ বেল্টে এনে সব সংস্থার উপস্থিতিতে খুলে ২৪টি স্বর্ণের বার পাওয়া যায়। স্বর্ণের বারগুলোর ওজন দুই কেজি ৪০০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।
Advertisement
জেইউ/এএইচ/জেআইএম