আন্তর্জাতিক

ভারতীয় বিমান বাহিনীর উপপ্রধান গুলিবিদ্ধ

ভারতীয় বিমান বাহিনীর উপপ্রধান এয়ার মার্শাল এস বি ডিও নিজের ছোঁড়া গুলিতে বিদ্ধ হয়েছেন। দেশটির বিমানবাহিনীর জ্যেষ্ঠ এই কর্মকর্তা ভুলবশত তার উরুতে গুলি ছুঁড়েছেন। বৃহস্পতিবার ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ভারতীয় এই দৈনিক বলছে, গুলিবিদ্ধ হওয়ার পর বিমানবাহিনীর উপপ্রধানকে নয়াদিল্লির একটি সামরিক হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে এয়ার মার্শাল এস বি ডিও’র অবস্থা স্থিতিশীল।

Advertisement

১৯৭৯ সালের ১৫ জুন ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধ বিমানের পাইলট হিসেবে কমিশন পান এয়ার মার্শাল ডিও। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে অবস্থিত ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ ও ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমির সাবেক ছাত্র তিনি।

চলতি বছরের জুলাইয়ে ভারতীয় বিমান বাহিনীর উপপ্রধান হিসেবে দায়িত্ব নেন তিনি।

এসআইএস/আরআইপি

Advertisement