আগামী ১৯ থেকে ২৬ অক্টোরের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে জন্য বিভিন্ন বিষয়ে চর্চার প্রয়োজন সবচেয়ে বেশি। আজ থাকছে ভাষা আন্দোলন বিষয়ে প্রশ্নোত্তর–
Advertisement
১. মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাফতরিক ভাষা উর্দু করার প্রস্তাব দেন– উত্তর: ১৯৩৭ সালে।
২. মুসলিম লীগের দাফতরিক ভাষা উর্দু করার প্রস্তাবের বিরোধিতা করেন– উত্তর: শেরে বাংলা এ কে ফজলুল হক।
৩. চৌধুরী খালেকুজ্জামান পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু করার দাবি করেন–উত্তর: ১৯৪৭ সালের ১৭ মে।
Advertisement
৪. চৌধুরী খালেকুজ্জামানের প্রস্তাবের বিরোধিতা করেন–উত্তর: ড. মুহাম্মদ শহীদুল্লাহ এবং ড. এনামুল হক।
৫. ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত গণ আজাদী লীগের দাবি ছিল– উত্তর: মাতৃভাষায় শিক্ষা দান।
৬. ভাষা সংগ্রাম পরিষদ গঠন করে– উত্তর: তমদ্দুন মজলিশ।
৭. উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গৃহীত হয়– উত্তর: ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে।
Advertisement
৮. বাংলাকে উর্দু ও ইংরেজির পাশাপাশি পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবি জানান– উত্তর: ধীরেন্দ্রনাথ দত্ত (১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি)।
> আরও পড়ুন- প্রাথমিকে নিয়োগ পরীক্ষার জন্য বাংলার সমাধান : শেষ পর্ব
৯. সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়– উত্তর: ১৯৪৮ সালের ২ মার্চ।
১০. কোন তারিখকে ‘বাংলা ভাষা দাবি দিবস’ ঘোষণা করা হয়– উত্তর: ১৯৪৮ সালে ১১ মার্চকে।
১১. আট দফা চুক্তি স্বাক্ষরিত হয়–উত্তর: মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দীন ও রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের মধ্যে।
১২. মোহাম্মদ আলী জিন্নাহ রেসকোর্স ময়দানে উর্দুকে রাষ্ট্রভাষা করার কথা ঘোষণা দেন– উত্তর: ১৯৪৮ সালের ২১ মার্চ।
১৩. খাজা নাজিমুদ্দীন উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন– উত্তর: ১৯৫২ সালের ২৬ জানুয়ারি পল্টন ময়দানে।
১৪. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নতুনভাবে গঠিত হয়– উত্তর: ১৯৫২ সালের ৩০ জানুয়ারি (আবদুল মতিন আহ্বায়ক)।
১৫. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কর্মসূচি পালনের পরামর্শ দেন– উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (সকাল ১১টায় সভা অনুষ্ঠিত হয়)।
১৬. ২১ ফেব্রুয়ারির সভা অনুষ্ঠিত হয়– উত্তর: ঢাবির আমতলায়। সভায় ১০ জন করে মিছিল করার সিদ্ধান্ত হয়।
> আরও পড়ুন- প্রাথমিকে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি : ইংরেজি
১৭. শহীদ শফিউর মৃত্যুবরণ করেন– উত্তর: ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি।
১৮. প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয়– উত্তর: ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনে।
১৯. প্রথম শহীদ মিনার উদ্বোধন হয়– উত্তর: ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি। উদ্বোধন করেন ভাষা শহীদ শফিউরের বাবা।
২০. একুশে ফেব্রুয়ারির উপর প্রথম কবিতা লেখেন– উত্তর: চট্টগ্রামের কবি মাহবুব উল আলম চৌধুরী।
২১. ভাষা আন্দোলনের গান– উত্তর: আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি।
২২. বাঙালির পরবর্তী সব আন্দোলনের প্রেরণা দিয়েছিল– উত্তর: ১৯৫২ সালের ভাষা আন্দোলন।
২৩. শহীদ দিবস পালন শুরু হয়– উত্তর: ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি থেকে।
২৪. শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে– উত্তর: ইউনেস্কো।
২৫. ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে– উত্তর: ১৯৯৯ সালের ১৭ নভেম্বর।
এসইউ/আরআইপি