অর্থনীতি

অপরিবর্তিত থাকছে প্রভিডেন্ড ফান্ডের সুদহার

সরকারি কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড বা সাধারণ ভবিষ্যৎ তহবিল ও প্রদেয় ভবিষ্যৎ তহবিলের সুদ হার অপরিবর্তিত রেখেছে সরকার। চলতি ২০১৮-১৯ অর্থবছরেও এর হার ১৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে। গত কয়েক বছর থেকে একই সুদহার রয়েছে।

Advertisement

গত রোববার অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সাধারণ ভবিষ্যৎ তহবিলের ১২(১) ধারা ও প্রদেয় ভবিষ্যৎ তহবিলের ১২ ধারা অনুযায়ী এ সুদের হার নির্ধারণ করা হয়েছে।

সরকারের পেনশন স্কিমের আওতা বহির্ভুত রাষ্ট্রায়ত্ত, স্বশাসিত, বিধিবদ্ধ সংস্থা ও এর অঙ্গ প্রতিষ্ঠানের কর্মীরা প্রভিডেন্ড ফান্ডে অর্থ জমা করতে পারেন।

সর্বশেষ নির্দেশনা অনুযায়ী একজন কর্মী তার মাসিক বেতনের সর্বোচ্চ ১০ শতাংশ অর্থ জমা করতে পারেন। এর সঙ্গে প্রতিষ্ঠান ৮ দশমিক ৩৩ শতাংশ অর্থ দিয়ে থাকে।

Advertisement

এমইউএইচ/আরএস/পিআর