লাইফস্টাইল

ছেলেরা যে ছয়টি কারণে সম্পর্কে জড়াতে চায় না

সম্পর্কবিমুখ হিসেবে মেয়েদের থেকে ছেলেরাই বেশি এগিয়ে। অনেক ছেলেকেই দেখা যায়, তারা একা থাকতে পছন্দ করেন। একা থাকার কারণগুলো একেকজনের ক্ষেত্রে বেশ আলাদা। এমনই তথ্য প্রকাশ করেছেন মেনেলাউস অ্যাপস্তোলউ নামে এক অধ্যাপক। সাইপ্রাসের নিকোসিয়া ইউনিভার্সিটির ‘সোশ্যাল সায়েন্স অ্যান্ড ল’ বিভাগের তরফ থেকে এক সমীক্ষা চালানো হয় এই মর্মে।

Advertisement

আরও পড়ুন: অনলাইনে প্রেমের ক্ষেত্রে যেসব বিষয়ে সাবধান থাকবেন

নিকোসিয়া ইউনিভার্সিটির তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করা হয়েছিল ‘গাইজ, হোয়াই আর ইউ সিঙ্গেল?’ ২০ হাজারেরও বেশি উত্তর আসে এই প্রশ্নের। গবেষকরা সেই উত্তরগুলি ৪৩টি বিভাগে ভাগ করেন। এবং তা পরবর্তীকালে প্রকাশিত হয় ‘ইভলিউশনারি সাইকোলজিকাল সায়েন্স’ জার্নালে। গবেষণা থেকে জানা গিয়েছে, মোট ছয়টি কারণে ছেলেরা একা থাকতে চান-

১. ৬৬০ জনেরও বেশি অংশগ্রহণকারীর উত্তর ছিল- তারা দেখতে ভালো নয় বলে একা থাকতে চান।

Advertisement

২. দ্বিতীয় কারণ হলো আত্মবিশ্বাসের অভাব।

৩. অনেকে বলেছেন, সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে তারা খুব বেশি ‘এফর্ট’ দিতে চান না।

৪. অনেকে তো আবার এমন কথাও বলেছেন যে, সম্পর্ক গড়তে তাদের কোনো রকম ইচ্ছেই নেই।

৫. অনেকে তাদের ভেঙে যাওয়া সম্পর্ককে কারণ হিসেবে দেখিয়েছেন। এবং তারা যে নারীদের আর বিশ্বাস করতে পারেন না, সেটাও বলেছেন।

Advertisement

আরও পড়ুন: যে ধরনের প্রেমিক থেকে দূরে থাকবেন

৬. সব থেকে গুরুত্বপূর্ণ কারণ, অনেক পুরুষই নাকি ‘ফ্লার্ট’ করতে পারেন না। তারা ইন্ট্রোভার্ট ও লাজুক হওয়ার ফলে মেয়েদের সঙ্গে কথা বলতে পারেন না। তাই তারা একা থাকতেই পছন্দ করেন।

এইচএন/পিআর