বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
Advertisement
বুধবার সকাল ১০টায় শুরু হয়ে ১৫ নভেম্বর রাত ১২টা পর্যন্ত এ আবেদন-প্রক্রিয়া চলবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ২-৬ ডিসেম্বর এমসিকিউ পদ্ধতিতে ছয়টি ইউনিটে ২১টি বিভাগের ১৩১৫টি আসনের বিপরীতে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আবেদনসহ ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.brur.ac.bd) প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এছাড়া ভর্তি রেজিস্ট্রেশন সংক্রান্ত যে কোনো পরামর্শ পেতে 01557229215 এবং 01558136814 নম্বরে অথবা admission@brur.ac.bd ই-মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।
Advertisement
সজীব হোসাইন/আরএ/পিআর