তথ্যপ্রযুক্তি

তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে ফেসবুক প্রতিনিধিদলের সাক্ষাৎ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারে সঙ্গে ফেসবুকের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক পাবলিক পলিসি ডাইরেক্টর আশনি রানা সাক্ষাৎ করেছেন। তার সঙ্গে ছিলেন আরও দুইজন।

Advertisement

মঙ্গলবার সাক্ষাৎকালে তারা ডিজিটাল যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুককে আরও নিরাপদ, বিশ্বস্ত ও জনপ্রিয় করার লক্ষ্যে করণীয় বিভিন্ন বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন।

মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুক বাংলাদেশে খুবই জনপ্রিয় এবং অতীতের যেকোনো সময়ের তুলনায় ফেসবুকের সঙ্গে চমৎকার সম্পর্ক বিদ্যমান রয়েছে। সামাজিক অস্থিরতা ও বিদ্বেষ ছড়ানোসহ যেকোনো অপপ্রচারের বাহক হিসেবে ফেসবুক যাতে ব্যবহৃত হতে না পারে এ ব্যাপারে তিনি ফেসবুক কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

তিনি গুজব ও অপরাধপ্রবণ কন্টেইনগুলো শনাক্ত করে তাৎক্ষণিকভাবে তা প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান। ফেসবুক প্রতিনিধিদলের অপর সদস্য হলেন ভারত এবং দক্ষিণ এশিয়ার হেড অভ কানেক্টিভিটি শিবনাথ বাকরাল।

Advertisement

এমএ/বিএ