অর্থনীতি

ইবনে সিনার ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইবনে সিনার পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ৩০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস শেয়ার।

Advertisement

অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা ১০০টি শেয়ারের বিপরীতে নগদ ৩০ টাকা এবং ১০টি সাধারণ শেয়ার লভ্যাংশ হিসেবে পাবেন।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়।

পর্ষদ সভা শেষে প্রকাশিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, লভ্যাংশের বিষয়ে ইবনে সিনার পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ অক্টোবর।

Advertisement

লভ্যাংশ ঘোষণার কারণে বুধবার (২৬ সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ার দামের কোনো সর্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দাম যতখুশি বাড়তে অথবা কমতে পারবে।

এমএএস/এএইচ/এমএস