বিনোদন

পরিচালকদের নির্বাচনকে ঘিরে জমজমাট নাটকপাড়া

ছোট পর্দার পরিচালকদের নির্বাচনকে ঘিরে জমে উঠেছে নাটকপাড়া। আগামী ২৮শে সেপ্টেম্বর টিভি পর্দার নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে লড়বেন ৫২ জন প্রার্থী। সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদকসহ পদ থাকছে মোট ২০টি। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন খ্যাতিমান পরিচালক আমজাদ হোসেন। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ ও নির্মাতা কাওসার চৌধুরী। আপিল বিভাগের চেয়ারম্যান থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম।

Advertisement

এই কমিটির সদস্য হিসেবে আছেন নাট্যজন আবুল হায়াত ও সাইদুল আনাম টুটুল। ২০১৮-২০২০ মেয়াদের সভাপতি পদে লড়ছেন নির্মাতা সালাহউদ্দিন লাভলু এবং সৈয়দ আওলাদ।

তিনটি সহসভাপতি পদে লড়বেন ৭ জন প্রার্থী। তারা হলেন- অ্যালবার্ট খান, কচি খন্দকার, চয়নিকা চৌধুরী, জামালউদ্দীন জামাল, শহীদ রায়হান, সকাল আহমেদ, বদরুল আনাম সৌদ। এস এ হক অলীক, এস এম কামরুজ্জামান সাগর, মোহাম্মদ মোস্তফা কামাল রাজ এই তিনজন প্রার্থী হয়েছেন সাধারণ সম্পাদক পদের জন্য। দুটি যুগ্ম সাধারণ সম্পাদক পদের জন্য ফরিদুল হাসান, নোমান রবিন, হৃদি হক, হামেদ হাসান নোমান প্রার্থী হয়েছেন। অর্থ সম্পাদক পদে ফিরোজ খান, মো. সাজ্জাদ হোসেন সনি। সাংগঠনিক সম্পাদক পদে তুহিন হোসেন, দীন মোহাম্মদ মন্টু ও রিয়াজুল রিজু। প্রচার সম্পাদক পদে ফয়েজ আহমেদ রেজা ও রাকিবুল হাসান চৌধুরী নির্বাচনে দাঁড়িয়েছেন। এছাড়া ১০টি কার্যনির্বাহী পরিষদ সদস্য পদে প্রার্থীর সংখ্যা ২৯ জন।

তাদের মধ্যে আছেন গাজী রাকায়েত, এস এম মাসুদ করিম, সাইফ উদ্দিন আহমেদ, এম এইচ এম মোনতাসির রিপন, রাশেদা আক্তার লাজুক, শেখ রুনা, তারেক মোহাম্মদ হাসান, শৌর্য দীপ্ত সূর্য, মোস্তাফিজুর রহমান সুমন, ফেরারী অমিত, ইকরাম পারওয়াইজ, মো. মনিরুজ্জামান চৌধুরী, সাইফ চন্দন, মো. সাইদুর রহমান আরিফ, মুক্তি মাহমুদ, সাখাওয়াত মানিক, জি এম সাজ্জাদ হোসাইন, শাহজাদা মামুন, জহির খান, মাহমুদ দিদার, কাজী সোহাগ, আহসান হাবীব শাকিল, আরিফ এ আহনাফ, রাজু আলীম, মারুফ মিঠু, শিহাব শাহীন, সহিদ-উন-নবী, যোশেফ মার্শেল গোমেজ এবং প্রীতি দত্ত।

Advertisement

এমএবি/এলএ/পিআর