আইন-আদালত

মামলাজট নিরসন, শান্তি ও নাগরিকদের সচেতনতায় তিন দফা দাবি

মামলাজট নিরসনে কার্যকর ভূমিকা পালন ও সমাজে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে নাগরিকদের সচেতন করার লক্ষ্যে সরকারের কাছে তিন দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস)।

Advertisement

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট লাউঞ্জে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সভায় এ দাবি জানানো হয়।

দাবি তিনটি হলো-

১. প্রশিক্ষিত মেডিয়েটরদের মধ্য থেকে উচ্চ ও নিম্ন আদালতে বিচারক নিয়োগ।

Advertisement

২. সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের প্রচলিত রুলস সংশোধন করে উভয় বিভাগে মেডিয়েশন সেন্টার রাখার বিষয় সংযোজন করা এবং

৩. দেশের শিক্ষা ব্যবস্থায় মাধ্যমিক স্তরের সিলেবাসে মেডিয়েশন সম্পর্কিত বিষয় অন্তর্ভুক্ত করা।

কার্যনির্বাহী কমিটির সভায় বলা হয়, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে মেডিয়েটরদের (মধ্যস্থতাকারী) মধ্য থেকে বিচারক নিয়োগ ও বিচার ব্যবস্থায় মেডিয়েশন-আরবিট্রেশন প্রয়োগ করে তারা এর সুফল পাচ্ছেন। কারণ একজন ভালো মেডিয়েটর একজন ভালো বিচারক হতে পারেন এবং মামলাজট নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারেন।

বিমসের চেয়ারম্যান অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামীর সভাপতিত্বে সভায় সেক্রেটারি অ্যাডভোকেট হরিদাস পাল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুস সালাম মণ্ডল, মুখপাত্র অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মো. হুমায়ন কবির শিকদার, অ্যাডভোকেট আফসানা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

এফএইচ/এসআর/পিআর