আন্তর্জাতিক

প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন ইয়ামিন

মালদ্বীপের বিরোধী দলীয় নেতা মোহাম্মদ সলিহ প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন। গত রোববারের ওই নির্বাচনে মোহাম্মদ সলিহ’র কাছে পরাজয় মেনে নিয়েছে আব্দুল্লাহ ইয়ামিন।

Advertisement

সোমবার টেলিভিশনে এক বক্তব্যে তিনি জানান, পরাজয় মেনে নিয়েছেন এবং বিরোধী দলের নেতা ইব্রাহীম মোহাম্মাদ সলিহ’র কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।

দেশটির নির্বাচন কমিশন জানিয়েছেন, ইব্রাহীম মোহাম্মাদ সলিহ ৫৮ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছেন। এ মাসের শেষ দিকে সরকারিভাবে ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচনে জয়ী মোহাম্মদ সলিহ সাংবাদিকদের বলেছেন, ‘আমরা সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে খুব সহজেই এ নির্বাচনে জয়ী হয়েছি। এটা আমাদের একটা সুখের, আশান্বিত হওয়ার এবং ইতিহাস গড়ার মুহূর্ত। এবার মালদ্বীপে শান্তি প্রতিষ্ঠা করতে চাই আমরা। আমি শুধু আমার দলের প্রেসিডেন্ট নই। আমি মালদ্বীপের সব মানুষের প্রেসিডেন্ট।’

Advertisement

ব্যাপক সমালোচনার মুখে রোববার মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইয়ামিনকে জয়ী করতে কাজ করছে বলেও অভিযোগ তুলে বিরোধী দলগুলো। তবে শেষ পর্যন্ত তারাই জয়লাভ করেছে।

আরএস/পিআর