ধর্ম

বিশ্বজুড়ে ‘মুহাম্মদ’ নামের জনপ্রিয়তা বাড়ছে!

ইসলামের শেষ ও শ্রেষ্ঠ রাসুলের নাম ‘মুহাম্মদ’। হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামানুসারে বিশ্বব্যাপী নবজাতক সন্তানদের নাম ‘মুহাম্মদ’ রাখা জনপ্রিয় হচ্ছে।

Advertisement

ভারতীয় উপমহাদেশে সাধারণত মুসলমানদের নামের শুরুতে ‘মুহাম্মদ’ লেখার রীতি দীর্ঘকালের। তবে নামের শুরুতে ‘মুহাম্মদ’ লেখা কোনো ধর্মীয় বিধান নয়। উপমহাদেশ ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশে সাধারণত এ প্রচলন দেখা যায় না।

তবে পশ্চিমা বিশ্বে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামানুসারে নবজাতক সন্তানের মূল নাম ‘মুহাম্মদ’ জনপ্রিয় হয়ে ওঠেছে। এ তালিকায় প্রথমেই চলে আসছে ব্রিটেনের নাম।

ব্রিটিশ পরিসংখ্যান অফিস ঘোষণা থেকে জানা যায়, লন্ডনে শিশুদের প্রিয় নাম হিসেবে মুহাম্মাদ নামটি দশম স্থানে অবস্থান করছে।

Advertisement

আরও পড়ুন > হজরত সালমান ফারসির ইসলাম গ্রহণ ও বিশ্বনবির মুজিযা

লন্ডনের পশ্চিম মিডল্যান্ডস এবং ইয়র্কশায়ারের সবচেয়ে অধিক জনপ্রিয় হয়ে উঠছে ‘মুহাম্মদ’ নাম।

উল্লেখ্য যে, ‘মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত’। এ নাম পবিত্র কুরআনের একটি সুরার নাম করণ করা হয়েছে। কুরআনের ৪টি সুরায় এ নামটি ৪ বার এসেছে। আর তাহলো সুরা আল-ইমরান : আয়াত ১৪৪, সুরা আহজাব : আয়াত ৪০, সুরা মুহাম্মদ : আয়াত ২ এবং সুরা ফাতাহ : আয়াত ২৯)

এমএমএস/জেআইএম

Advertisement