রাজনীতি

কোকোর জন্মদিনে নয়াপল্টনে বিএনপির দোয়া মাহফিল

প্রয়াত আরাফাত রহমান কোকোর ৪৬তম জন্মদিন উপলক্ষে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল করেছে বিএনপি। বুধবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এর আয়োজন করা হয়। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, দলের মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-স্বেচ্ছা বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন। দোয়া পরিচালনা করেন ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নেছারুল হক। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো গত ২৪ জানুয়ারি মালেয়শিয়ায় মৃত্যুবরণ করেন। রাজধানীর বনানীর কবরস্থানে তার লাশ দাফন করা হয়।২০০৭ সালের জানুয়ারিতে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর ওই বছর ৩ সেপ্টেম্বর খালেদা জিয়ার সঙ্গে ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে আরাফাত রহমান কোকোকে আটক করা হয়। ২০০৭ সালের ১৭ জুলাই কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রী সৈয়দ শর্মিলী রহমান সিঁথি, দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে নিয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ড যান কোকো। এরপর থাইল্যান্ড থেকে মালয়েশিয়ায় চলে যান তিনি। দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। অসুস্থ থাকায় তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।এমএম/এসএইচএস/আরআইপি

Advertisement