ধর্ম

কাবা শরিফে ফজরের নামাজে শায়খ জুহানির তেলাওয়াত

মসজিদুল হারামের ইমাম শায়খ আব্দুল্লাহ আওয়াদ আল-জুহানি। পবিত্র কাবা শরিফে তিনি প্রায় প্রতিদিনই কোনো না কোনো ওয়াক্ত নামাজের ইমামতি করেন। তার কণ্ঠের তেলাওয়াত মুসল্লিদেরকে বিমোহিত করে তোলে। যারাই তার তেলাওয়াত শুনেন মনে হয় যেন কুরআন নাজিল হচ্ছে। আজও তার ব্যতিক্রম হয়নি।

Advertisement

আজ ২৪ সেপ্টেম্বর ফজরের নামাজের ইমামতি করেন তিনি। সুরা ফাতিরের ১ থেকে ১৪নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করেন আজ। প্রথম রাকাআতে তিনি ১-১০ আয়াত তেলাওয়াত করেন। আর দ্বিতীয় রাকাআতে ১১-১৪ আয়াত তেলাওয়াত করেন।

তিনি উম্মুল কুরআন ইউনিভার্সিটি মক্কায় পড়া লেখা করেন এবং তিনি মদিনা ইসলামিক ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

শায়খ জুহানি ২০০৮ সাল থেকে পবিত্র কাবা শরিফে তারাবিহ নামাজ পড়ানো শুরু করেন। তার আবেগঘন তেলাওয়াত কুরআন প্রিয় মানুষকে আত্মহারা করে দেয়। তার পেছনে নামাজ পড়া মানুষ যেন ফিরে পায় কুরআনের নিগুঢ় রহস্য।

Advertisement

শায়খ জুহানি ১৯৭৬ সালে সৌদি আরবের মদিনায় জন্ম গ্রহণ করেন। তিনি ছোট বেলাতেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করেন।

তিনি ১৯৯৮ সালে প্রথমে পবিত্র মসজিদে নববিতে নামাজের ইমামতি শুরু করেন। অতঃপর ২০০৭ সাল থেকে তিনি পবিত্র কাবা শরিফের ইমাম হিসেবে নিয়োগ পান।

এমএমএস/আরআইপি

Advertisement