খেলাধুলা

ড্র করেও শীর্ষে ফিরল বার্সেলোনা

স্প্যানিশ প্রিমিয়ার লিগ ফুটবলের নতুন মৌসুমে পঞ্চম ম্যাচেই প্রথম ধাক্কা খেলো বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ঘরের মাঠে তুলনামূলক দুর্বল দল জিরোনার বিপক্ষে ২-২ গোলে ড্র করে খুঁইয়েছে ২টি গুরুতপূর্ণ পয়েন্ট।

Advertisement

তবে ম্যাচ জিততে ব্যর্থ হলেও নিজেদের শীর্ষস্থান ফিরে পেতে সমস্যা হয়নি ক্লাবটির। পাঁচ ম্যাচ শেষে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সমান ১৩ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষস্থান ফিরে পেয়েছে বার্সেলোনা।

ঘরের মাঠে ম্যাচের ১৯তম মিনিটে দলকে প্রথম লিড এনে দেন বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসি। চিলির মিডফিল্ডার আর্তুরো ভিদালের বাড়ানো বলে ছুটে এসে বাঁ পায়ের শটে জালের ঠিকানা খুঁজে নেন এ আর্জেন্টাইন ফরোয়ার্ড।

প্রথম গোল পেয়েই ছন্দপতন হয় বার্সেলোনার। পরপর খেয়ে বসে দুইটি গোল। এতে অবশ্য লেংলেটের সরাসরি লাল কার্ড দেখারও প্রভাব রয়েছে। ৩৫তম মিনিটে প্রতিপক্ষের স্প্যানিশ মিডফিল্ডার পেরে পনসের মুখে কনুই মেরে সরাসরি লাল কার্ড দেখেন ফরাসি এ সেন্টার-ব্যাক।

Advertisement

এর মিনিট দশেক পরে সমতায় ফেরে জিরোনা। উরুগুইয়ান ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান স্টুয়ানির গোলে ১-১ গোলের সমতা নিয়েই বিরতিতে যায় তারা। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫১তম মিনিটে পুরো ন্যু ক্যাম্পকে হতাশায় ডুবিয়ে লিড নেয় জিরোনা। দলের পক্ষে দ্বিতীয় গোলটিও করে স্টুয়ানি।

তবে বেশিক্ষণ লিড নিয়ে থাকতে পারেনি জিরোনা। ৬৩তম মিনিটে সরাসরি হেডে স্বাগতিকদের সমতায় ফেরান স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকে। কিন্তু ম্যাচের বাকি মেসি-সুয়ারেজরা আর গোল করতে না পারলে ড্র নিয়েই মাঠ ছাড়ে আর্নেস্ত ভালভার্দে।

এসএএস/জেআইএম

Advertisement