মার্কিন সামরিক বিমান এফ-১৫ মাটিতে ভেঙে পড়েছে। বুধবার পূর্ব ইংল্যান্ডের ওয়েন্টন হিল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় পাইলট ছিটকে দূরে পড়ে যান। তবে তার আঘাত তেমন গুরুতর নয় বলে জানা গেছে। যুক্তরাজ্যের লিংকনশায়ারের পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর সিএনএনের।মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ সিএনএকে বিষয়টি নিশ্চিত করলেও বিমানটির গন্তব্য ও পাইলটের নাম-পরিচয় সম্পর্কে কিছু জানাতে রাজি হয়নি।দুর্ঘটনা কবলিত বিমানটির ধ্বংসাবশেষের চারপাশ ঘিরে রেখেছে পুলিশ। এ ছাড়া স্থানীয় বাসীন্দাদের ওই জায়গা এড়িয়ে চলতে বলা হয়েছে। ধ্বংসাবশেষের ধোঁয়া বিপদজনক হতে পারে এমন আশঙ্কায় পুলিশ এ সতর্কতা জারি করেছে। লিংকনশায়ার পুলিশ আরো জানান, দুর্ঘটনার পরপরই একটি হেলিকপ্টারে করে আহত পাইলট ঘটনাস্থল ত্যাগ করেছেন। তবে এ বিষয়ে খুব বেশি কিছু জানাতে পারেনি পুলিশ।
Advertisement