জাতীয়

এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ ১৬ আগস্ট থেকে

এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ ১৬ আগস্ট থেকে

রাজধানীর যানজট নিরসনে আগামী ১৬ আগস্ট থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।তিনি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে রেল লাইনের উপর দিয়ে গোলাপবাগ হয়ে কতুবখালী পর্যন্ত জাইকার অর্থায়নে এ নির্মাণ কাজ শেষ করা হবে। এর আগে জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে সড়ক পরিবহন মন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সম্প্রতি জাপান সফর নিয়ে মন্ত্রী বলেন, জাইকার উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। জাপানের সড়কমন্ত্রীর সঙ্গেও আলোচনা হয়েছে। জাপানের শীর্ষ স্থানীয় ২০টি কোম্পানির সঙ্গে মতবিনিমিয় হয়েছে। তারা বাংলাদেশের উন্নয়নমূলক প্রকল্পের কাজে অংশ নেয়ার আগ্রহ দেখিয়েছে।ওবায়দুল কাদের বলেন, জাইকার ফান্ডে মেট্রোরেল-৬ এর কাজ শুরু হয়েছে। মেট্রোরেল-৬ বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা সিটির ট্রাফিক জ্যামের সমাধান নয়। শুধু এই কয়টা কাজ করেই সমাধান পাওয়া যাবে না। আমি আরও দুইটি এমআরটির প্রস্তাব দিয়েছি। একটি হচ্ছে এমআরটি-১, আরেকটি এমআরটি-৫। এই দুটি প্রকল্পের সমীক্ষার কাজ তারা দ্রুত শুরু করবে। তারা খুব পজেটিভলি  রেসপন্স করেছে।এছাড়া যমুনা নদীর তলদেশ দিয়ে ১৩ কিলোমিটার টানেল নির্মাণের প্রস্তাব করা হলে জাপানের রাষ্ট্রদূত বলেছেন, আমাদের পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হবে। এটা একটি দীর্ঘ টানেল সেজন্য স্ট্যাডিও প্রয়োজন।এসএইচএস/পিআর

Advertisement