জাতীয়

বেলা ১২টায় শহীদ মিনারে ভাষা মতিনকে শেষ শ্রদ্ধা

ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক আবদুল মতিনের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ (বৃহস্পতিবার) বেলা ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। এর আগে বৃহস্পতিবার সকাল ১০টায় তার ‍মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে বলে জানানো হয়েছিল।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল মজিদ ভূঁইয়া বুধবার দুপুরে নিজ কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএসএমএমইউ-এর ভিসি প্রাণগোপাল দত্ত, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম প্রমুখ।আবদুল মজিদ বলেন, ‘আগামীকাল (আজ- বৃহস্পতিবার) বেলা ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করবে। এর পর তার মরদেহ আনুষ্ঠানিকভাবে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।’এ সময় প্রাণগোপাল দত্ত বলেন, ‘কেন্দ্রীয় শহীদ মিনারে মতিনের মরদেহে শ্রদ্ধা নিবেদনের আয়োজন বিএসএমএমইউ কর্তৃপক্ষ করলেও এর সার্বিক সহযোগিতা করবে সম্মিলিত সাংস্কৃতিক জোট।’সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষে গোলাম কুদ্দুছ এ আয়োজন সফলভাবেই সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পর্কে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘এ বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি জাতীয় কমিটি গঠন করা হবে। ওই কমিটির পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ক্যাফেটরিয়ায় শুক্রবার বিকেল ৪টায় নাগরিক শোকসভার আয়োজন বিষয়ে জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় ৮৮ বছর বয়সে ৮ অক্টোবর, বুধবার সকাল সাড়ে আটটায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

Advertisement