নিবন্ধন অধিদফতরের ৩০ জন সাব-রেজিস্ট্রারকে বদলি করা হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় রোববার বদলি সংক্রান্ত ফাইল অনুমোদন দিয়েছে। নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শককে আগামী ১ অক্টোবরের মধ্যে এই সাব-রেজিস্ট্রারদের বদলি করে আদেশ জারি করতে বলা হয়েছে।
Advertisement
মহাপরিদর্শকের কাছে পাঠানো আইন ও বিচার বিভাগের অফিস আদেশ অনুযায়ী- মাদারীপুরের রাজৈরের শর্মিলা আহমেদ শম্পাকে ফরিদপুরের আলফাডাঙ্গা, ফরিদপুরের আলফাডাঙ্গার মো. কামরুজ্জামান কবিরকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া, মৌলভীবাজারের কুলাউড়ার মো. বেলাল উদ্দিন আকন্দকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের পথিক কুমার সাহাকে সুনামগঞ্জ সদর, ঢাকা সদর রেকর্ড রুমের মহসিন আলমকে চাঁদপুরের কচুয়া, ঢাকার মিরপুরের মো. সেলিম হাওলাদারকে সিলেট সদর, নোয়াখালী সদরের মিনতী দাসকে ঢাকার পল্লবী, ঢাকার পল্লবীর সাব্বির আহমেদকে নরসিংদী সদর, ঢাকার শ্যামপুরের শেখ মো. কাওসার আহমেদকে কুমিল্লা সদর, সিলেট বিশ্বনাথের খালেদ মো. বিন আসাদকে ঢাকার শ্যামপুরে বদলি করা হচ্ছে।
ঢাকার ধানমন্ডির মো. জামিনুল হককে রাজশাহী সদর, মাগুরা সদরের মো. লুৎফর রহমান মোল্লাকে ঢাকার ধানমন্ডি, কুমিল্লার বরুড়ার নিরোদ বর্মণ বিশ্বাসকে হবিগঞ্জের নবীগঞ্জ, পঞ্চগড়ের আটোয়ারীর মো. মাহফুজুর রহমানকে কুড়িগ্রামের উলিপুর, চুয়াডাঙ্গার জীবননগরের নিতেন্দ্র লাল দাসকে হবিগঞ্জের লাখাই, হবিগঞ্জের বাহুবলের মো. মনজুরুল আলমকে জামালপুরের মেলান্দহ, হবিগঞ্জ লাখাইয়ের মো. হাফিজুর রহমানকে সিলেটের জৈন্তাপুর, সিলেটের জৈন্তাপুরের মো. আবুল কাসেমকে জামালপুরের মাদারগঞ্জ, জামালপুর সরিষাবাড়ির দেওয়ান মনসুর আলমকে সিরাজগঞ্জ সদর, যশোর নওয়াপাড়ার মো. দেলোয়ার হোসেন খন্দকারকে গাজীপুর টঙ্গীতে বদলি করা হচ্ছে।
গাজীপুর টঙ্গীর মোশারফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুর সদর, ভোলা বোরহানউদ্দিনের মো. হুমায়ুন বিন সিরাজ নোয়াখালীর বসুরহাট, লক্ষ্মীপুর সদরের অসীম কুমার বনিককে নাটোর সদর, নরসিংদী সদরের মো. নুরুল হক মিয়া নোয়াখালীর সেনবাগ, লক্ষ্মীপুরের রামগঞ্জের মনিতা রাণী বিশ্বাস সাতক্ষীরার শ্যামনগর, নীলফামারী সদরের মাহমুদুল হাসান চট্টগ্রামের রাউজান, ময়মনসিংহ সদরের শাহ নেওয়াজ খান ঢাকার মিরপুর, ময়মনসিংহের ফুলবাড়িয়ার খন্দকার মেহবুবুল ইসলাম ময়মনসিংহ সদর, ঢাকার আশুলিয়ার মো. সামছুল আলম ময়মনসিংহের ফুলবাড়িয়া এবং মানিকগঞ্জের দৌলতপুরের জবা মন্ডল পটুয়াখালীর দুমকিতে বদলি হচ্ছেন।
Advertisement
আরএমএম/বিএ/জেআইএম