জাতীয়

দরজার তালা ভেঙে নান্নুর বাসায় চুরি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর মোহাম্মদপুরের বাসায় চুরির ঘটনা ঘটেছে।

Advertisement

গত শুক্রবার রাতে রাজধানীর মোহাম্মদপুর নবোদয় হাউজিংয়ের বাসায় এ চুরির ঘটনা ঘটে।

জানা গেছে, মাঝেমধ্যে নান্নুর বোন এসে বাসা দেখে যেতেন। বৃহস্পতিবার রাতেও এসেছিলেন। কিন্তু শনিবার রাত সাড়ে ৮টার দিকে নান্নুর বোন এসে দেখেন তালা ভাঙা। বাসার দক্ষিণ দিকের জানালার গ্রিলও ভাঙা।

চুরির খবর পেয়ে রোববার সকালে শারজাহ থেকে দেশে ফিরেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই সাবেক অধিনায়ক।

Advertisement

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ওয়াহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিকেলে আদাবর থানায় উনি মামলা করবেন বলে জানিয়েছেন।

তিনি বলেন, অভিযোগ পাবার পর পরিদর্শনে গিয়ে দেখা যায়, ওই বাসায় কেউ ছিলেন না। এশিয়া কাপ উপলক্ষে গত ১৩ সেপ্টেম্বর সস্ত্রীক শারজাহ যান মিনহাজুল আবেদীন নান্নু। তাছাড়া পুরো বাসায় সিসিটিভি ক্যামেরাও নেই। এই সুযোগে চুরির ঘটনা ঘটে। কী পরিমাণ মালামাল খোয়া গেছে তা পুলিশকে জানানোর পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জেইউ/জেএইচ/জেআইএম

Advertisement