দেশজুড়ে

খুলনা সিএস কার্যালয় ও জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

বিদেশ গমনকারীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য খুলনা সিভিল সার্জনের কার্যালয় অর্থ আদায় করছে এমন অভিযোগের প্রেক্ষিতে সেখানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের কর্মকর্তারা। এসময় সেখানে অতিরিক্ত অর্থ আদায় এবং অনেক কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিত পেয়েছেন তারা। পরে খুলনা সদর হাসপাতালেও অভিযান চালায় দুদক।

Advertisement

রোববার দুপুর ১২টার দিকে অভিযান চলাকালে দুদক খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাওন মিয়া বলেন, আমাদের কাছে অভিযোগ ছিলো যে যারা বিদেশ যেতে চায় তাদের স্বাস্থ্য পরীক্ষার সনদ দেয়ার জন্য খুলনা সিভিল সার্জনের কার্যালয়ের কর্মকর্তারা প্রতি জনের কাছ থেকে তিন হাজার টাকা করে আদায় করেন। কিন্তু সেখানে অভিযানে গিয়ে জানা গেছে প্রতি জনের কাছ থেকে ২৫০ টাকা আদায় করেন। কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে তারা দালালের মাধ্যমেই অতিরিক্ত অর্থ আদায় করে। যদিও স্বাস্থ্য পরীক্ষার জন্য কোনো টাকা নেয়ার নিয়ম নেই।

এ সময় তার উপস্থিতিতে কয়েকজনকে বিদেশ গমনেচ্ছুকে ফ্রি পরীক্ষা করে দেয়া হয়েছে বলেও জানান দুদক কর্মকর্তা মো. শাওন মিয়া।

পরে খুলনা জেনারেল হাসপাতালে অভিযান চালানো হয়। সেখানে এক্স-রে মেশিন থাকতেও বাইরে থেকে এক্স-রে করে আনছেন রোগীরা। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, টেকনিশিয়ান না থাকায় রোগীদের বাইরে থেকে এক্স-রে করে আনতে বলা হয়েছে।

Advertisement

আলমগীর হান্নান/আরএ/জেআইএম