দেশজুড়ে

তাদের কান্নায় কাঁদলেন সবাই

‘গুরুজনে কর নতি’ স্লোগানকে বুকে ধারণ করে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার প্রায় ৩০০ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা তাদের বাবা-মায়ের পা ধুয়ে দেয়। সন্তানের এই ভক্তিতে বাবা-মায়েদের চোখে দেখা গেছে অশ্রুধারা। সন্তানকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন বাবা-মা। সেইসঙ্গে কেঁদেছে সন্তান ও অন্যরা।

Advertisement

রোববার সকাল ১০টার দিকে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে একসঙ্গে গুরুজনদের পা ধোয়ার বিশেষ অনুষ্ঠানটি হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান রামশীল ইউনিয়ন মহাবিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাবা-মায়ের প্রতি ভক্তিপূর্ণ এ বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জয়দেব বালাসহ শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রধান অতিথি এসএম মাহফুজুর রহমান অনুষ্ঠানটির উদ্বোধন করার সঙ্গে সঙ্গে উপস্থিত শিক্ষার্থীরা তাদের বাবা-মায়ের পা ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। বাবা-মা সন্তানদের মাথায় হাত রেখে আর্শিবাদ করেন। তখন সন্তানও বাবা-মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। এ সময় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গও কেঁদে ফেলেন।

অপরদিকে রামশীল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তাদের বাবা-মায়ের পা ধুয়ে ফুলের মালা গুরুজনদের গলায় পরিয়ে দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

Advertisement

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান বলেন, এ ধরনের অনুষ্ঠানে বাবা-মা ও গুরুজনদের প্রতি সন্তান এবং শিক্ষার্থীদের শ্রদ্ধা ভক্তি বাড়বে। আমাদের সব শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের অনুষ্ঠান বেশি বেশি করা প্রয়োজন।

রামশীল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল কুমার সরকার বলেন, আমার দীর্ঘ শিক্ষকতা জীবনে এই প্রথম এ ধরনের অনুষ্ঠান দেখলাম। আগামী প্রজন্মের কাছে এই অনুষ্ঠান স্মরণীয় হয়ে থাকবে।

উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা বলেন, এ ধরনের ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান করায় আমি উপজেলা পরিষদের পক্ষ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই।

এএম/পিআর

Advertisement