বঙ্গবন্ধু গোল্ডকাপের ট্রফি উন্মোচনের জন্য শনিবার জমজমাট আয়োজন ছিল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে। সপ্তাহখানেক আগে ট্রফিটি আনা হয়েছে লন্ডন থেকে। ৮ কেজি ওজনের এ ট্রফির উচ্চতা ২৭ ইঞ্চি। গোল্ডকাপ হলেও এ ট্রফিতে কোনো স্বর্ণ নেই, আছে স্বর্ণের প্রলেপ।
Advertisement
বঙ্গবন্ধু গোল্ডকাপের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান কে-স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ করীম জাগো নিউজকে বলেছেন, 'ট্রফি ও ক্রেস্ট তৈরির জন্য লল্ডনের বিখ্যাত প্রতিষ্ঠান ইনকারমেন বঙ্গবন্ধু গোল্ডকাপের ট্রফিটি তৈরি করেছে।'
দর্শণীয় এ ট্রফি উন্মোচন অনুষ্ঠান ঘিরে শনিবার জমজমাট অনুষ্ঠান আয়োজন করেছিল কে-স্পোর্টস। সাবেক মিস ইন্ডিয়া ও মডেল রূপালী সুরির উপস্থাপনায় পুরো অনুষ্ঠান ছিল প্রাণবন্ত। গতবারের চ্যাম্পিয়ন নেপালের বিখ্যাত মডেল অদিতি যিনি ভারতীয় সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছেন। তার সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ছিলেন জয়া আহসান। তিনিও দুই বাংলায় অভিনয়ে সুনাম অর্জন করেছেন।
ট্রফি উন্মোচন অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রাশিয়া ও কাজাখস্তানের দুই নারীর অ্যাক্রেবেটিক শো। একটি রিংয়ে তাদের নানা শারীরিক কসরতে মুগ্ধ হয়েছেন উপস্থিত অতিথিরা।
Advertisement
আরআই/আইএইচএস/আরআইপি