গণমাধ্যম

ডিজিটাল নিরাপত্তা আইন : মানববন্ধন করবেন সম্পাদকরা

জাতীয় সংসদে ডিজিটাল নিরাপত্তা আইন পাসের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করবেন সম্পাদকরা। আগামী শনিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

Advertisement

শনিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সম্পাদক পরিষদের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

এ ব্যাপারে যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম বলেন, প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হবে বলে মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম এ ব্যাপারে গণমাধ্যমকে বলেন, ২৯ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হবে বলে মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে। আমাদের আর আলাদা করে কোনো কর্মসূচি নেই। ওই কর্মসূচিতে সব সাংবাদিককে অংশ নেয়ার জন্য আহ্বান জানিয়েছি।

Advertisement

নিউজটুডের সাবেক সম্পাদক রিয়াজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সম্পাদক পরিষদের বৈঠকে উপস্থিত ছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, নিউ এজ সম্পাদক নূরুল কবীর, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিন, নয়াদিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, আজাদী সম্পাদক এমএ মালেক, করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান, সমকালের সহযোগী সম্পাদক সবুজ ইউনূস ও ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের যুগ্ম সম্পাদক শামসুল হক জাহিদ।

বিএ/আরআইপি