রাজনীতি

আসুন সবাই মিলে সরকারকে অপসারণ করি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, এই সরকার স্বাধীনতার দুটি আদর্শের একটিও রক্ষা করতে পারে নাই। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে একটি মাত্র উপায় সেটি হচ্ছে জাতীয় বৃহত্তর ঐক্য।’

Advertisement

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘আসুন আমরা সবাই মিলে এই স্বৈরাচার সরকারকে বাংলাদেশ থেকে অপসারণ করি।’

শনিবার বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয় ঐক্য প্রক্রিয়া আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।

মঈন খান বলেন, ‘একটা প্রশ্ন এখানে জিজ্ঞাসা করতে চাই, আপনারা জানেন আজ থেকে ৪৭ বছর আগে এই দেশের কোটি কোটি মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলে। লাখ লাখ মানুষ তাদের বুকের রক্ত ঢেলে দিয়েছিল রাজপথে, কেন? দুটি উদ্দেশ্যে-এক গণতন্ত্র, তারা বুঝেছিল- পাকিস্তানের অবকাঠামোর ভেতরে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। আমরা স্বাধীন বাসভূমি বাংলাদেশ চাই, যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। অথচ আজকে ৪৭ বছর পরেও কেন বলতে হয় বাংলাদেশে গণতন্ত্র আজ মৃত। তাহলে কেন আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম? দ্বিতীয় যে বিষয়টি সেটি ছিল এ দেশের বঞ্চিত জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির অধিকার।’

Advertisement

তিনি বলেন, ‘আজকে নাকি বাংলাদেশ এমন একটি দেশ, সারা বিশ্বের মধ্যে ধনী গরিবের ব্যবধানের সর্বোচ্চ হার নাকি বাংলাদেশে বেড়ে চলেছে। যদি এটাই হয়ে থাকে তাহলে আমাদের সেই বঞ্চিত মানুষের অর্থনৈতিক অধিকার কীভাবে আজ প্রতিষ্ঠিত হচ্ছে?’

কেএইচ/আরআইপি