অর্থনীতি

ফেসবুকে ইটিএল নিয়ে ব্যাপক সমালোচনা

ভালো মুনাফার পরও ২০১৭-১৮ অর্থবছরে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্তে ইভেন্স টেক্সটাইল লিমিটেডের (ইটিএল) চেয়ারম্যানকে নিয়ে ফেসবুকে ব্যাপক সমালোচনা করছেন বিনিয়োগকারীরা।

Advertisement

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সংগঠনের (বিজিএমইএ) সাবেক সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজের মালিকানাধীন ইভেন্স টেক্সটাইল পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৬ সালে। পারভেজের পাশাপাশি কোম্পানিটির পর্ষদে রয়েছেন তার স্ত্রী শাবনাম সেহেনাজ চৌধুরী এবং দুই ছেলে শাহ আবেদ চৌধুরী ও শাহ রিয়াদ চৌধুরী।

বস্ত্র খাতের এ কোম্পানিটির পরিচালনা পর্ষদ তালিকাভুক্তির পরপরই ২০১৫-১৬ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডাদের ১০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়। এরপর ২০১৬-১৭ হিসাব বছরে লভ্যাংশ হিসেবে দেয়া হয় ১০ শতাংশ বোনাস শেয়ার।

তবে বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় ২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নেয়। অথচ কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে এক টাকা ছয় পয়সা।

Advertisement

ভালো মুনাফা করেও শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্তে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের নিয়ে গঠিত ফেসবুকের একটি গ্রুপে দুই ছেলের সঙ্গে বসা আনোয়ার উল আলম চৌধুরী পারভেজের একটি ছবি পোস্ট করে মো. আমজাদ হোসেন নামের একজন লিখেছেন, ‘ইটিএলের টাকা বিনিয়োগের বৈঠক। বাহঃ কি চমৎকার আড্ডা। সাধারণ বিনিয়োগকারীর টাকা লোপাট করে এখন বাড়ি করার বৈঠক করে। এক ছেলে বলে ফিনল্যান্ডে। আরেক ছেলে বলে সুইজারল্যান্ডে। বৌ বলে লন্ডনে। আর জামাই বলে কানাডায়। এদের ধিক্কার দিন আপনার কঠিন ভাষায়। যাতে আপনাদের নিয়ে আর কেউ বাটপারি করার সাহস না পায়।’

গ্রুপটিতে হুসাইন আমজাদ নামের আর এক বিনিয়োগকারী লিখেছেন, ‘ইটিএল কিভাবে বোনাস দিবে? স্বামী, স্ত্রী, দুই সন্তান যখন কাম্পানির প্রধান। তারা কোনো কাজ না করে মাসিক চার কোটি টাকা সেলারি নেয় মিনিমাম, এ ছাড়া বিদেশ ভ্রমণ করে কোম্পানির টাকা দিয়ে। একটা মূলা ঝুলিয়ে বিনিয়োগকারীদের সব টাকা নিয়ে বিদেশ পাড়ি জমাচ্চে। খায়রুল জেনে শুনে কীভাবে এসব কোম্পানিকে লিস্ট করে বুঝিনে। কত টাকা খায়রুলের পকেটে গেছে, দেখার কেউ নেই।’

স্টক এসআরএসএম নামের আর একজন একটি ফেসবুক গ্রুপে পোস্ট দিয়েছেন, ‘ইটিএল ডিভিডেন্ট ঘোষণা না করে কোনোভাবেই যাতে ইজিএম (অতিরিক্ত সাধারণ সভা) অনুষ্ঠান না করতে পারে সে ব্যাপারে সবাই সতর্ক হোন। ইজিএম অনুষ্ঠানের আগে ডিভিডেন্ট ঘোষণা করাতেই হবে, আর না হলে এই বাজার সর্বনাশ হয়ে যাবে।’

এ পোস্টের নিচে ‘লাল সবুজের খেলা’ নামের একজন লিখেছেন, ‘ইজিএম অনুষ্ঠানে ওদেরকে জুতা পেটা করা হোক।’

Advertisement

ফেসবুকের বিভিন্ন গ্রুপে ইটিএল’র লভ্যাংশ না ঘোষণার প্রতিক্রিয়াই এমন অসংখ্য মন্তব্য করছেন বিনিয়োগকারীরা। কোনো কোনো বিনিয়োগকারী কোম্পানিটির চেয়ারম্যানকে অকথ্য ভাষায় গালিগালাজও করছেন, যা প্রকাশের অযোগ্য।

মো. মোবারক হোসেন নামের এক বিনিয়োগকারী ইটিএল’র লভ্যাংশ না দেয়ার বিষয়টি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে ক্ষতিয়ে দেখার দাবি জানিয়েছেন।

ইটিএল’র চেয়ারম্যান পারভেজকে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার বিষয়টি জানিয়ে লভ্যাংশ না দেয়ার কারণ জানতে চাইলে তিনি জাগো নিউজকে বলেন, ভবিষ্যতের জন্য যা ভালো আমরা সে ধরনের সিদ্ধান্তই নিয়েছি। এ বিষয়ে এজিএম (বার্ষিক সাধারণ সভা)-এ আলোচনা হবে। এখন কিছু বলতে চাচ্ছি না।

বিনিয়োগকারীরা এজিএমে আপত্তি তুললে লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত থেকে আপনারা সরে আসবেন কি? এমন প্রশ্ন তিনি বলেন, দেখা যাক। এজিএমে আলোচনার ভিত্তিতে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত হবে।

উল্লেখ্য লভ্যাংশের বিষয়ে ইটিএল’র পরিচলনা পর্ষদের নেয়া সিদ্ধান্তসহ ২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটি আগামী ৩০ অক্টোবর বার্ষিক সাধারণ সভা করার সিদ্ধান্ত নিয়েছে। আর রেকর্ড ডেট নির্ধারণ করেছে ১১ অক্টোবর।

এমএএস/এএইচ/আরআইপি