তথ্যপ্রযুক্তি

রবি স্মার্টফোন ও ট্যাব মেলা শুরু বৃহস্পতিবার

রাজধানীতে শুরু হচ্ছে  তিনদিনব্যাপী ‘রবি স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৫’ মেলা। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলাটি অনুষ্ঠিত হবে। মেলাটি উদ্বোধন করবেন যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বুধবার রবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়,  মেলায় জাতীয় শোক দিবস উপলক্ষে থাকছে বিশেষ প্যাভিলিয়ন। এ প্যাভিলিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্লভ ছবি ও ভিডিও চিত্র প্রদর্শন করা হবে। সেই সঙ্গে বঙ্গবন্ধুর রাজনৈতিক ও কর্মজীবনের দুর্লভ ছবি ও ভিডিও চিত্র, পত্রিকার দলিল, ৬ দফার ওপর পূর্ণাঙ্গ প্রতিবেদন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কিছু দুর্লভ দলিলসহ ভিডিও চিত্র প্রদর্শন করা হবে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেলায় প্রবেশ মূল্য ২০ টাকা। তবে স্কুলের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরিহিত অবস্থায় কিংবা পরিচয়পত্র প্রদর্শন করে বিনামূল্যে প্রবেশ করতে পাবে। প্রতিবন্ধীরাও বিনামূল্যে প্রবেশের এই সুযোগ পাবে।এসকেডি/পিআর

Advertisement