হবিগঞ্জে নদীতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার লুকড়া ইউনিয়নের নাজিরপুরে সুতাং নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুই বোন হলো, ওই গ্রামের ভানু সরকারের মেয়ে রূপালী (৩) ও তার চাচাতো বোন গৌরাঙ্গ সরকারের মেয়ে প্রিয়াংকা সরকার (৩)। স্বজনরা জানান, তারা দুপুরে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিলো। এক পর্যায়ে দুই বোন বাড়ির পার্শ্ববর্তী সুতাং নদীতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের নদীতে ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।সৈয়দ এখলাছুর রহমান/এমজেড/পিআর
Advertisement