সম্প্রতি মুক্তি পেয়েছে শহিদ-আলিয়া জুটির নতুন ছবি শানদারের ট্রেলার। ইতোমধ্যেই ট্রেলারটি ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এই ছবিতেই স্টুডেন্ট অফ দ্য ইয়ার খ্যাত আলিয়া ভাটকে দেখা যাবে বিকিনি পড়া অবস্থায়। ছবিতে বিকিনি পড়া নিয়ে আলিয়া বলেন `বিকিনি পড়া দৃশ্যে অভিনয়ের জন্যে রীতিমত ট্রেনিং নিয়েছি আমি। যদিও আমিও ডায়েটে আছি তবুও বিকিনি শটটা ঠিকঠাক হয় কিনা সে নিয়ে চিন্তিত ছিলাম। যদিও দৃশ্যটি খুব স্বল্প ছিলো, কিন্তু এমন দৃশ্যে অভিনয় করাটা কষ্টকর।` পরিচালক ভিকাশ বাহল এর পরিচালনায় আলিয়া ভাটের বিপরীতে অভিনয় করবেন আলিয়ারই ছোটবেলার ক্রাশ শহিদ কাপুর। ছবিটি সেপ্টেম্বরের মাঝামাঝি মুক্তি পাওয়ার কথা রয়েছে। আরএএইচ/এইচএন/পিআর
Advertisement