চলতি বছরের ১৯ থেকে ২৬ অক্টোরের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে জন্য বিভিন্ন বিষয়ে চর্চার প্রয়োজন সবচেয়ে বেশি। আজ থাকছে সাধারণ জ্ঞানের প্রস্তুতি–
Advertisement
১. আইয়ুব খানের সামরিক শাসন জারি হয়– উত্তর: ১৯৫৮ সালের ৭ অক্টোবর।
২. আইয়ুব খান ক্ষমতা দখল করেন– উত্তর: ১৯৫৮ সালের ২৭ অক্টোবর।
৩. অসহযোগ আন্দোলনের ডাক দেন– উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
Advertisement
৪. আইয়ুব বিরোধী আন্দোলন শুরু হয়–উত্তর: ১৯৬১ সালে।
৫. ছাত্র সমাজ ১৫ দফা কর্মসূচি ঘোষণা করে–উত্তর: ১৯৬২ সালে।
৬. ভারত-পাকিস্তান যুদ্ধ হয়– উত্তর: ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর।
৭. ভারত-পাকিস্তান যুদ্ধ চলে–উত্তর: ১৭ দিন।
Advertisement
৮. বাঙালি জাতির মুক্তির সনদ–উত্তর: ৬ দফা দাবি।
> আরও পড়ুন- প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রস্তুতি নেবেন যেভাবে
৯. ৬ দফা দাবি উত্থাপন করেন–উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১০. ৬ দফা দাবি উত্থাপন করা হয়–উত্তর: ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি।
১১. আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিল–উত্তর: ৩৫ জন।
১২. আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি করা হয়–উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
১৩. আগরতলা ষড়যন্ত্র মামলার শুনানি হয়–উত্তর: ১৯৬৮ সালের ১৯ জুন।
১৪. ঊনসত্তরের গণঅভ্যুত্থান হয়– উত্তর: ১৯৬৯ সালে।
১৫. গণঅভ্যুত্থানে শহীদ হন–উত্তর: আসাদ এবং ডা. শামসুজ্জোহা।
১৬. আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেওয়া হয়–উত্তর: ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি।
> আরও পড়ুন- যেমন হবে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা পদ্ধতি
১৭. শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয়– উত্তর: ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।
১৮. আইয়ুব খান পদত্যাগ করেন–উত্তর: ১৯৬৯ সালের ২৫ মার্চ।
১৯. কেন্দ্রীয় আইন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়–উত্তর: ১৯৭০ সালের ৭ ডিসেম্বর।
২০. নির্বাচনে মোট ভোটার ছিল– উত্তর: ৫ কোটি ৬৪ লাখ।
২১. কেন্দ্রীয় আইন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ আসন লাভ করে– উত্তর: ১৬৭টি (১৬৯ এর মধ্যে)।
২২. প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়–উত্তর: ১৯৭০ সালের ১৭ ডিসেম্বর।
২৩. প্রাদেশিক পরিষদ নির্বাচনে আ.লীগ আসন পায়–উত্তর: ২৮৮টি (৩০০ এর মধ্যে)।
২৪. পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন–উত্তর: আগা খান।
২৫. অধিবেশন স্থগিত করা হয়–উত্তর: ১৯৭১ সালের ১ মার্চ।
এসইউ/জেআইএম