আন্তর্জাতিক

ভারতে সাত মাসে ৪১ বাঘের প্রাণহানি

বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পরও ভারতে বাঘের মৃত্যু ঠেকানো যাচ্ছে না। এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সাত মাসে ভারতে অন্তত ৪১টি বাঘের প্রাণহানি ঘটেছে। খবর জি নিউজের।দেশটির জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষ (এনটিসিএ) ও ট্রাফিক ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে ৯ আগস্ট পর্যন্ত ভারতে ৪১টি বাঘ মারা গেছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, শুধুমাত্র প্রাকৃতিক কারণেই যে বাঘ মারা যাচ্ছে তা নয়, অনেক সময় মানুষের ওপর হামলার কারণে কর্তৃপক্ষ গুলি করেও হত্যা করেছে। এছাড়া বিষ প্রয়োগ, শিকারিদের ফাঁদ ও গ্রামবাসীদের হামলার কারণেও বাঘের সংখ্যা কমে যাচ্ছে। দেশটির কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, এবং তামিলনাড়ুতে সবচেয়ে বেশি বাঘ হত্যার শিকার হয়েছে।এসঅাইএস/আরআইপি

Advertisement