জাতীয়

শাহজালালে সাত কোটি টাকার সোনা উদ্ধার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংকক থেকে আসা একটি বিমানে তল্লাশি চালিয়ে ১৪ কেজি সোনার বার উদ্ধার করেছে শুল্ক বিভাগ। বুধবার সন্ধ্যায় রিজেন্ট এয়ারওয়েজের একটি বিমানের দুটি আসনের নিচ থেকে এই সোনা উদ্ধার করা হয়।

Advertisement

উদ্ধারকৃত সোনার বাজারমূল্য প্রায় সাত কোটি টাকা বলে জানায় শুল্ক বিভাগ।

শুল্ক বিভাগের সহকারী কমিশনার আবু ইউসুফ জানান, ব্যাংকক থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইটি বুধবার সন্ধ্যা সাতটায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। পরে বিমানটিতে তল্লাশি চালিয়ে দুই দফায় দুটি আসনের নিচ থেকে ১২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মোট ওজন ১৪ কেজি।

প্রথম দফায় একটি আসনের নিচে পাওয়া যায় সাত কেজি সোনার বার। এর পৌনে এক ঘণ্টা পর অন্য একটি আসনের নিচে পাওয়া যায় আরো সাত কেজি সোনার বার। তবে কাউকে আটক করতে পারেনি বলে জানিয়েছেন সহকারী কমিশনার আবু ইউসুফ।

Advertisement