রাজনীতি

২০ দলে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে বিএনপির প্রার্থী তালিকা

 

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকা নিয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়কারী নজরুল ইসলাম খান।

Advertisement

শুক্রবার বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের পাঠানো বিবৃতিতে নজরুল বলেন, ‘কিছুদিন ধরে কয়েকটি সংবাদপত্রে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সম্পূর্ণ হীন উদ্দেশ্যে দেশব্যাপী সংসদীয় এলাকাগুলোতে বিএনপির নামে প্রার্থী তালিকা প্রকাশের ঘটনায় আমরা বিস্মিত ও হতবাক হয়েছি।’

তিনি বলেন, ‘সংবাদপত্রে প্রকাশিত প্রার্থী তালিকা সম্পূর্ণভাবে ভুয়া ও মনগড়া। এ ধরনের মিথ্যা খবর প্রকাশে পেছন থেকে কেউ ইন্ধন দিচ্ছে বলে আমরা মনে করি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র প্রার্থী তালিকা নিয়ে প্রকাশিত বানোয়াট সংবাদ পরিবেশন করার উদ্দেশ্যই হচ্ছে বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা।’

প্রকৃত তথ্য না জেনে এ ধরনের সংবাদ প্রচার ও প্রকাশ থেকে বিরত থাকার জন্য সাংবাদিকদের প্রতি জোর আহ্বান জানান বিএনপি-জামায়াত জোটের এই সমন্বয়কারী।

Advertisement

কেএইচ/এমআরএম