সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে জাতীয় দলের তারকা ক্রিকেটার সাতক্ষীরার কৃতি সন্তান সৌম্য সরকারকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার দুপুরে সৌম্যকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন স্কুলের শিক্ষার্থীরা। সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিচালক আলাউদ্দীন ফারুকী প্রিন্সের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার ও সৌম্য সরকারের বাবা কিশোর মোহন সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দীন, টাউন স্পোটিং ক্লাবের সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান।এসএস/এমআরআই
Advertisement