রাজধানীর পল্লবী থানা এলাকায় সিটি কর্পোরেশনের পরিত্যক্ত মার্কেটে পাশে থেকে সাব্বির (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
শুক্রবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পল্লবীর বেনারসি পল্লী এলাকায় সিটি কর্পোরেশনের পরিত্যাক্ত ভবনের পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা ভবনের ছাদ থেকে ফেলে তাকে হত্যা করা হয়েছে।
পল্লবী থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের সংবাদের ভিত্তিতে দুপুরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।’
‘প্রাথমিকভাবে ধারণা করছি, গত রাতে তাকে হত্যা করে রেখে গেছে। তবে হত্যাকাণ্ডের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।’
Advertisement
ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহের সুরতহালকারী এসআই শহিদুল ইসলাম জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মাথা ও মুখ রক্তাক্ত ছিল। পা ভেঙে গেছে। ধারণা করা হচ্ছে মারধরের পর হত্যার উদ্দেশ্যে ভবনের ছাদ থেকে নিচে ফেলে দেয়া হয়েছে। মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জেইউ/এএইচ/পিআর