খেলাধুলা

পাকিস্তান একাদশে তিন পরিবর্তন, আফগানিস্তানের একটি

পাকিস্তান দলের পেস আক্রমণের সেরা অস্ত্র মোহাম্মদ আমির। তিনিই কিনা অফফর্মের কারণে জায়গা হারালেন একাদশে! হ্যাঁ, আফগানিস্তানের বিপক্ষে সুপার ফোরের লড়াইয়ে একাদশে জায়গা হয়নি বাঁহাতি এই পেসারের।

Advertisement

ইনজুরির কারণে নেই লেগস্পিনার শাদাব খান। ফাহিম আশরাফও জায়গা হারিয়েছেন। তাদের বদলে একাদশে ঢুকেছেন হারিস সোহেল, শাহিন শাহ আফ্রিদি আর মোহাম্মদ নেওয়াজ।

বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ম্যাচে বড় জয় পেলেও একাদশে একটি পরিবর্তন এনেছে আফগানিস্তান। সামিউল্লাহ শেনওয়ারির বদলে এসেছেন নাজিবুল্লাহ জাদরান।

গ্রুপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে ১৩৬ রানের বড় ব্যবধানে হারিয়ে সুপার ফোরে পা রেখেছে আফগানিস্তান। অপরদিকে, প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে সহজে জিতলেও পরের ম্যাচে ভারতের কাছে ৮ উইকেটে হেরে যায় পাকিস্তান।

Advertisement

পাকিস্তান একাদশ : ইমাম উল হক, ফাখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলি, হারিস সোহেল, মোহাম্মদ নেওয়াজ, হাসান আলি, উসমান খান, শাহীন শাহ আফ্রিদি।

আফগানিস্তান : মোহাম্মদ শেহজাদ, ইহসানুল্লাহ জানাত, রহমত শাহ, হাসমতউল্লাহ শহীদি, আসঘর আফগান, মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, রশিদ খান, আফতাব আলম, মুজিব উর রহমান।

এমএমআর/পিআর

Advertisement