জাতীয়

৪০ ডাক্তার নার্স ও ফার্মাসিস্টের মনোনয়ন বাতিল

অনুমতি ছাড়া হজ মেডিকেল টিমে অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগে ৪০ ডাক্তার, নার্স ও ফার্মাসিস্টের মনোনয়ন বাতিল হয়েছে। তাদেরকে হজ টিমে যোগদান না করে স্ব  স্ব  এলাকায় অবস্থান করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (হাসপাতাল-৪ অধিশাখা) এনামুল হক ইনা বুধবার দুপুরে জাগো নিউজকে এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে হজ মেডিকেল টিমে অন্তর্ভুক্তির জন্য যে সকল ডাক্তার, নার্স ও ফার্মাসিস্টদের নাম অন্তর্ভুক্ত করার জন্য ধর্ম মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছিল সেখানে তাদের নাম ছিলনা। ধর্ম মন্ত্রণালয় থেকে কিভাবে নাম অন্তর্ভুক্ত হয়েছে তা তারা জানেন না।স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের নির্দেশে মঙ্গলবার এক পরিপত্রের মাধ্যমে তাদের হজ মেডিকেল টিমে যোগদান না করতে অনুরোধ জানানো হয়েছে বলে জানান তিনি।গত ২৬ জুলাই ধর্ম মন্ত্রণালয় থেকে আসন্ন হজে হজযাত্রীদের চিকিৎসাসেবা প্রদান ও সহায়তার জন্য ১৯৫ সদস্যের মেডিকেল টিম ঘোষণা করা হয়। ঘোষিত মেডিকেল টিমে মনোনয়ন বাতিলকৃত এই ৪০ ডাক্তার, নার্স ও ফার্মাসিস্টরা ছিলেন। এদিকে মনোনয়ন বাতিলের খবরে এসকল ডাক্তার, নার্স ও ফার্মাসিস্টদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। তারা মানসিকভাবে হজে যাওয়ার জন্য প্রস্তুুতি নেয়ার পাশাপাশি আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবের কাছ থেকে বিদায় নিয়েছিলেন। আগামী কয়েকদিনের মধ্যে মেডিকেল টিমের সদস্য হিসেবে তাদের সৌদি আরব রওয়ানা হওয়ার কথা ছিল। অভিযোগ রয়েছে- ধর্ম মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের একটি সংঘবদ্ধ চক্র ডাক্তার, নার্স ও ফার্মাসিস্টদের সাথে গোপনে যোগাযোগ করে জনপ্রতি ৫০ হাজার থেকে ১লাখ টাকা উৎকোচ গ্রহণ করে হজ  মেডিকেল টিমে তাদের নাম অন্তর্ভুক্ত করে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে তালিকা পাঠানো হয় সেখান থেকে স্বাস্থ্যমন্ত্রীসহ শীর্ষ কর্মকর্তাদের ঘনিষ্ঠ অনেকের নাম বাদ পড়ায় মন্ত্রী ভীষণ ক্ষিপ্ত হন। তিনি তালিকার বাইরের সবাইকে বাদ দিয়ে নতুনভাবে বাদ পড়াদের অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন। বাদ পড়লেন যেসব ডাক্তার :ডা. মো. মেজবাহউদ্দিন, ইমার্জেন্সি মেডিকেল অফিসার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, ডা. ফাতেমাতুজ জোহরা, সিনিয়র মেডিকেল অফিসার, এফএম মেমোরিয়াল হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ঢাকা, ডা. মো. আফজাল হোসেন, মেডিকেল অফিসার, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ডা. মো. হুমায়ুন কবীর, জুনিয়র কনসালটেন্ট, কার্ডিওলজি, নিটোর ঢাকা, ডা. মোশারফ হোসেন খন্দকার, সহকারী অধ্যাপক, ডেন্টিস্ট্রি, ঢাকা ডেন্টাল কলেজ, ডা. সাইফুল ইসলাম, মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস ঢাকা, ডা. মো. আবদুল হক, সহকারী পরিচালক (সিসি) জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, মুন্সিগঞ্জ, এ কে এম মোস্তফা কামাল, সিভিল সার্জন, ময়মনসিংহ, ডা. আকরাম হোসেন, অধ্যাপক মাইক্রোবায়োলজি বিভাগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, ডা. হাজেরা খাতুন, সরকারি কর্মচারী হাসপাতাল, ডা. শফিকুল হক , মেডিকেল অফিসার, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, ডা. জোবাইদা মেহেদি, মেডিকেল অফিসার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ডা. শাহনীলা ফেরদৌস, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, অধ্যাপক ডা. পিয়ারা বেগম, আবদুল হামিদ মেডিকেল কলেজ কিশোরগঞ্জ, ডা. গোলাম মাওলা প্রভাষক, কমিউনিটি মেডিকেল কলেজ ময়মনসিংহ ও ডা. জহিরুল হক, সচিবালয় ক্লিনিক।     বাদ পড়া নার্স :সাবিহা সুলতানা সিনিয়র স্টাফ নার্স, ঢামেক হাসপাতাল, নাসিমা পারভীন, সিনিয়র স্টাফ নার্স, ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, গোপালগঞ্জ, আফিয়া খাতুন, সিনিয়র স্টাফ নার্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মতলব, চাঁদুপর, রুমিচা খাতুন, সিনিয়র স্টাফ নার্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মোহনগঞ্জ, নেত্রকোনা, কামরুননাহার, সিনিয়র স্টাফ নার্স, স্যার সলিমুল্লাহ মিটফোর্ড হাসপাতাল, ইয়াসমিন, সিনিয়র স্টাফ নার্স, সোহরোওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, শামীমা আক্তার, স্টাফ নার্স, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, শামসুন্নাহার, নার্সিং ইনষ্ট্রাকটর, নার্সিং ইনস্টিটিউট, টাঙ্গাইল, রোকেয়া খানম, সিনিয়র স্টাফ  নার্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মেলান্দহ, জামালপুর, শামীম আরা বেগম, সিনিয়র স্টাফ নার্স, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, রওশন আরা বেগম, স্টাফ নার্স, ঢামেক হাসপাতাল, মাহিনুর বেগম, সিনিয়র স্টাফ নার্স, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, জেরিন তাহরিন রোজি, সিনিয়র স্টাফ নার্স, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, দিলারা খাতুন, নার্সিং সুপারভাইজার,ঢামেক হাসপাতাল, আরজুমান, সিনিয়র স্টাফ নার্স, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, জাকির হোসেন, সহকারী নার্স, সংক্রামক ব্যধি হাসপাতাল, কামরুন নাহার, সিনিয়র স্টাফ নার্স, ধোবাউড়া কমিউনিটি ক্লিনিক, ময়মনসিংহ, মম৬তাজ বেগম, হাসিনা খাতুন ও বদিউজ্জামান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল।বাদ পড়া ফার্মাসিস্ট : শামসুননাহার, ২০ শয্যা বিশিষ্ট পরানগঞ্জ হাসপাতাল, ময়মনসিংহ, মো. রাশেদুল আলম, সচিবালয় ক্লিনিক, শিকদার মো. জমির আলী, স্যার সলিমুল্লাহ মেডিকেল  কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, মো. আমিনুল ইসলাম, জামালপুর, মো. শামসুল আলম, ম্যাটস্ নোয়াখালী, মামুনুর রশীদ, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও আবুল কালাম আজাদ, ঢামেক হাসপাতাল। এদিকে ধর্মমন্ত্রণালয় বুধবার হজ মেডিকেল টিমের একটি সংশোধিত তালিকা  প্রকাশ করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় যে ৪০ জনকে বাদ দিয়েছে তাদের অনেকের নাম এ তালিকায় রয়েছে। এমইউ/এসএইচএস/আরআইপি

Advertisement