ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৬৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
Advertisement
পরীক্ষার কেন্দ্র পরিদর্শন পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, খুবই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা হয়েছে। বিশেষ গোয়েন্দা নজরদারীর কারণে এবার কোনো ধরনের জালিয়াতির খোঁজ পাওয়া যায়নি। বাইরের কেন্দ্রেগুলোও বিশেষ নজরদারীতে ছিল।
এদিকে নিরাপদ সড়ক আন্দোলনের সময় আটক দুই শিক্ষার্থী বর্তমানে কারাগারে থাকায় তারা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেনি। এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, আমাদের এখানে যারা পরীক্ষা দিতে আসবে তাদের পরীক্ষা আমরা নেব। কারো পরীক্ষা আমরা নিতে যাব না।
ওই দুই শিক্ষার্থী কারাগারে থাকায় ভর্তি পরীক্ষায় যেন অংশ নিতে পারে তার ব্যবস্থা করতে তাদের অভিভাবক বিশ্ববিদ্যালয় বরাবর আবেদন করেছিলেন।
Advertisement
ঢাবির কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটে এ বছর ২ হাজার ৩৮৩টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল ৩৫ হাজার ৭২৬ জন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছে ১৪ জন।
এমএইচ/আরএস/এমএস