পোশাক খাতের কমপ্লায়েন্স নিশ্চিত করতে ৭ দফা সুপারিশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বুধবার রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে সংস্থাটি এই সুপারিশ তুলে ধরেন। মূল্যমান পোশাক খাতের কমপ্লায়েন্স ইস্যুতে কি কোনো ভূমিকা রাখে শীর্ষক এক গবেষণা প্রবৃদ্ধি উপস্থাপন করতে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। সংস্থাটির চেয়ারপারসন ড. রেহমান সোবহানের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ড. খন্দকার জি মোয়াজ্জেম।মূল প্রবন্ধে সিপিডি বলছে, আমাদের দেশে পোশাক খাতের উৎপাদনকারীদের মুনাফার হার ৩ থেকে ৫ শতাংশ। এটি খুবই কম। এখান থেকে কমপ্লায়েন্স এর জন্য ব্যয় করা কঠিন। এটি করতে গেলে ব্যবসায়ীদের প্রতিযোগিতা সক্ষমতা কমবে। তাই পোশাক খাতের কমপ্লায়েন্স ইস্যুতে বিদেশি ক্রেতা ও দেশি বিক্রেতাদের হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে।মোয়াজ্জেম বলেন, আমাদের দেশের পোশাক খাতের ব্যবসায়ীরা প্রতিযোগি দেশগুলোর থেকে কমমূল্য পেয়ে থাকেন। তাই বিদেশি ক্রেতাদের এগিয়ে আসাটা জরুরি। ক্রেতার মার্জিনে কিছুটা ছাড় দিতে হবে। একই সঙ্গে কমপ্লায়েন্স নিশ্চিত করতে চাইলে সরকারের তদারকি বাড়াতে হবে। সুশাসন নিশ্চিত করতে তথ্য আদান প্রদান বাড়াতে হবে। যার মাধ্যমে কমপ্লায়েন্স নিশ্চিত হবে। প্রবন্ধে সিপিডি বলছে, পোশাক খাতের কাচামালে বাংলাদেশি কারখানাগুলোর বড় অংশ ব্যয় হচ্ছে। তার সঙ্গে কমপ্লায়েন্স ইস্যুটি এখন বড় চাপ হয়ে দাড়িয়েছে।অনুষ্ঠানে শ্রম সচিব মিখাইল শিপার, ওপেক্স গ্রুপের চেয়ারম্যান আনিসুর রহমান সিনহা, মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হকসহ অনেকে উপস্থিত ছিলেন।এসএ/আরএস/এমএস
Advertisement