জাতীয়

১৮ বিল পাসে শেষ হলো সংসদের ২২তম অধিবেশন

১০ কার্যদিবস চলার পর শেষ হলো জাতীয় সংসদের ২২তম অধিবেশন। বৃহস্পতিবার অধিবেশন সমাপ্ত সংক্রান্ত আদেশটি পড়ে শোনান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ৯ সেপ্টেম্বর শুরু হওয়া এই অধিবেশনে ১৮টি বিল পাস হয়েছে। আর বর্তমান সরকারের আমলে আরেকটি অধিবেশন বসবে। অক্টোবরের ১৪ তারিখে অধিবেশনটি বসতে পারে। বিশেষ কোনো পরিস্থিতির উদ্ভব না হলে সেটিই হবে সংসদের শেষ অধিবেশন।

Advertisement

আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী-বিধির ৭১ বিধিতে ১৮৯ টি নোটিশ পাওয়া যায় এই অধিবেশনে। এর মধ্যে ৯ টি নোটিশ গৃহীত হয়েছে এবং গৃহীত নোটিশের মধ্যে ৭টি নোটিশ সংসদে আলোচিত হয়েছে। ৭১ (ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ৩০ টি। এই অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য সর্বমোট ৮৪টি প্রশ্ন পাওয়া যায়, এর মধ্যে তিনি ২৬টি প্রশ্নের উত্তর দেন।

এইচএস/জেডএ/পিআর

Advertisement