যশোর পৌরসভার মেয়র ও নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম ও চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মিজানুর রহমান খানসহ জেলা বিএনপির শীর্ষ পাঁচ নেতার জামিনের আবেদন নামঞ্জুর করেছন আদালত। বুধবার যশোর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (ক অঞ্চল) আবু ইব্রাহিম তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বুধবার বিএনপির এই গুরুত্বপূর্ণ নেতারা আদালতে হাজির হন। পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে (ক অঞ্চল) বিপুল সংখ্যক আইনজীবীসহ তারা আত্মসমর্পণ করেন।আত্মসমর্পণ করা নেতারা হলেন, যশোর পৌরসভার মেয়র ও নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম রেজা দুলু, যুগ্ম সম্পাদক ও যশোর চেম্বার অব কমার্সের বিদায়ী সভাপতি মিজানুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ছেলে জেলা কমিটির সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। আত্মসমর্পণকারী নেতাদের মধ্যে পৌরসভার মেয়র মারুফুল ইসলাম ও গোলাম রেজা দুলু সাতটি করে, দেলোয়ার হোসেন খোকন ও অনিন্দ্য ইসলাম অমিত পাঁচটি করে এবং মিজানুর রহমান খানের নামে দুটি মামলা রয়েছে।আদালত শুনানি শেষে তাদের জামিন ও রিমান্ডের আবেদন নাকচ করে দেন। পরে তাদের যশোর কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।মিলন রহমান/এসএস/পিআর
Advertisement