‘দৈনিক মানবজমিন’ পত্রিকার সিনিয়র রিপোর্টার কাফি কামালের ছোট ভাই মোহাম্মদ হামিদ উল্লাহ(৩১) মঙ্গলবার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা যান। হামিদ উল্লাহ’র অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি’র মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।বুধবার বিএনপির সহ-দফতর সম্পাদক মো: আব্দুল লতিফ জনি প্রেরিত এক শোক বার্তায় ড. আসাদুজ্জামান রিপন বলেন, হামিদ উল্লাহ’র মৃত্যুতে তার পরিবার ও এলাকাবাসীর ন্যায় আমিও গভীরভাবে মর্মাহত। বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন মরহুম মোহাম্মদ হামিদ উল্লাহ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।এমএম/এএইচ/এমএস
Advertisement