জিটিভিতে প্রতি সপ্তাহে প্রচারিত হচ্ছে অপি করিমের উপস্থাপনায় সেলিব্রেটি আড্ডানুষ্ঠান ‘এস কিউ লাইট’স অপি’স গ্লোয়িং চেয়ার’। এই অনুষ্ঠানের মাধ্যমে অভিনেত্রী অপি করিম আবারও উপস্থাপনায় ফিরলেন। এটি একটি সেলিব্রেটি আড্ডানুষ্ঠান। অনুষ্ঠানে বিভিন্ন সময়ে অতিথি হয়ে হাজির হয়েছেন স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং প্রথিতযশা লেখক, সাংসদ, অভিনয়শিল্পী এবং গায়ক-গায়িকারা। অনুষ্ঠানের এবারের পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে খ্যাত কবরী সারোয়ার। দেশের অন্যতম সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব্য বলবেন ব্যক্তি কবরী থেকে তারকা কবরী হয়ে ওঠার গল্প। অনুষ্ঠানের মাধ্যমে দর্শক জানতে পারবেন কবরী সারোয়ারের জীবনের অনেক না বলা কথা।শাহরিয়ার শাকিলের পরিচালনায় ‘এস কিউ লাইট’স অপি’স গ্লোয়িং চেয়ার’ অনুষ্ঠানটি বৃহস্পতিবার রাত ৮টায় জিটিভিতে প্রচার হবে।এলএ/এমএস
Advertisement