হারিয়ে গেছে জাতীয় পরিচয়পত্র? কিংবা সংশোধন করতে চান কোন তথ্য? এ জন্য নির্ধারিত ফরমে আবেদনপূর্বক জমা দিতে হবে সরকার নির্ধারিত ফি। অনলাইনে বা অফলাইনে এই আবেদন করা যাবে।
Advertisement
জাতীয় পরিচয়পত্রের মেয়াদ হচ্ছে ১৫ বছর। এরপরই পরিচয়পত্র নবায়ন করতে হবে। নতুন করে পরিচয়পত্র নবায়নের জন্য ফি জমা দিয়ে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে পরিচয়পত্র নবায়নের জন্য আবেদন ফি ১শ’ টাকা। তবে জরুরি ভিত্তিতে নবায়নের জন্য দিতে হবে ১৫০ টাকা।
আরো পড়ুন - জাতীয় পরিচয়পত্রের নম্বরে আপনার কি তথ্য রয়েছে?
হারিয়ে ফেললে বা নষ্ট হলে নতুন পরিচয়পত্র নিতে সাধারণ সময়ের জন্য প্রথমবার আবেদনে ২০০ টাকা ও জরুরি ভিত্তিতে আবেদনে ৩০০ টাকা ফি দিতে হবে। এ কাজে দ্বিতীয়বার ৩০০ টাকা, জরুরি ক্ষেত্রে ৫০০ টাকা, পরবর্তী যে কোন বার আবেদনে ৫০০ টাকা এবং জরুরি ভিত্তিতে এক হাজার টাকা ফি প্রযোজ্য।
Advertisement
এছাড়া পরিচয়পত্রের কোন তথ্য সংশোধনের জন্য প্রথমবার ২০০ টাকা, দ্বিতীয়বার ৩০০ টাকা ও পরের যে কোন বারের জন্য ৪০০ টাকা ফি দিতে হবে।
পরিচয়পত্র হারালে বা নষ্ট হলে বিকল্প পরিচয়পত্র সংগ্রহে নির্বাচন কমিশনের পরিচয় নিবন্ধন অনুবিভাগে আবেদন করতে হয়। এ ক্ষেত্রে নতুন ফি কমিশন সচিব বরাবর পে-অর্ডার বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে।
এএ
Advertisement