আন্তর্জাতিক

রেললাইন থেকে হাতি তাড়াতে মৌমাছির দ্বারস্থ রেল কর্তৃপক্ষ

ভারতের পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে। রেললাইনে হাতির এ অপ্রত্যাশিত মৃত্যু ঠেকাতে বেশকিছু পদেক্ষপও নিয়েছিল ভারত সরকার। তবে কোনো পদক্ষেপই শতভাগ সফল হয়নি। শেষমেশ উপায় না পেয়ে মৌমাছির দ্বারস্থ হয়েছে রেল কর্তৃপক্ষ।

Advertisement

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, নতুন পরিকল্পনা অনুযায়ী, হাতির করিডরগুলোতে বেশকিছু মেশিন ইনস্টল করা হবে। এই মেশিনগুলো থেকে বের হবে মৌমাছির আওয়াজ বা গুঞ্জন; যা ৬০০ মিটার দূর থেকেও শুনতে পাবে হাতির দল। ইতোমধ্যে আসাম রাজ্যের উত্তর-পূর্ব সীমান্ত রেলের গুয়াহাটির কাছে পরীক্ষামূলকভাবে লাগানো হয়েছে এই ডিভাইস। রেলের তরফ থেকে জানানো হয়েছে, নতুন পদ্ধতির ফলও মিলেছে ।

ছোট মৌমাছির হুলকে বেজায় ভয় পায় হাতি। কাজেই হাতি তাড়াতে মৌমাছির গুঞ্জনই হাতিয়ার। এই ডিভাইস বানাতে খরচ পড়ছে দুই হাজার টাকা।

রেল কর্তৃপক্ষের তথ্য মতে, ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে লাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মারা গেছে ৩৫টি হাতি। গত এপ্রিল মাসে হাওড়া-মুম্বাই মেলের ধাক্কায় উড়িষ্যার ঝাড়সুগুদা শাখার তেলিদিহিতে চারটি হাতি মারা যায়।

Advertisement

এসআর/আরআইপি