খেলাধুলা

এশিয়া কাপে বদলে যাওয়া ‘সুপার ফোর’ পর্বের সূচি

টুর্নামেন্ট শুরুর আগে এশিয়া কাপের ‘সুপার ফোর’ পর্বের সূচিটা ছিল অন্যরকম। হঠাৎই তাতে ব্যাপক রদবদল। যাতে বিপদে পড়ছে বাংলাদেশ, পাকিস্তানের মতো দলগুলো। বাড়তি সুবিধা পাচ্ছে ভারত।

Advertisement

অবাক করার বিষয় হলো, গ্রুপপর্বের খেলা শেষ হওয়ার আগেই ‘সুপার ফোর’ পর্বের পরিবর্তিত সূচি প্রকাশ করে ফেলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। যেখানে দেখা যাচ্ছে, ভারতের সবগুলো ম্যাচ রাখা হয়েছে দুবাইতে আর বাকি দলগুলোকে খেলতে হবে দুবাই এবং আবুধাবিতে।

এই পরিবর্তিত সূচিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে বাংলাদেশ। আগের সূচি অনুযায়ী, আফগানিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটি জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আবুধাবিতেই পরের ম্যাচটি খেলতে পারতো টাইগাররা। এখন সেটা গিয়ে খেলতে হবে দুবাইয়ে। অর্থাৎ, বাংলাদেশের ম্যাচ শেষ হওয়ার আগেই তাদের গ্রুপ রানার্সআপ ধরে ‘সুপার ফোর’ পর্বের সূচি সাজিয়ে ফেলেছে এসিসি।

নতুন সূচি অনুযায়ী, ২১ সেপ্টেম্বর দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের। একদিন বিরতি দিয়ে ২৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ আবার আবুধাবিতে। তারপর ২৬ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে একই ভেন্যুতে খেলতে নামবে টাইগাররা।

Advertisement

এশিয়া কাপের পরিবর্তিত সূচি :

২১ সেপ্টেম্বর, শুক্রবারভারত বনাম বাংলাদেশ (দুবাই)পাকিস্তান বনাম আফগানিস্তান (আবুধাবি)

২৩ সেপ্টেম্বর, রোববারভারত বনাম পাকিস্তান (দুবাই)বাংলাদেশ বনাম আফগানিস্তান (আবুধাবি)

২৫ সেপ্টেম্বর, মঙ্গলবারভারত বনাম আফগানিস্তান (দুবাই)

Advertisement

২৬ সেপ্টেম্বর, বুধবারবাংলাদেশ বনাম পাকিস্তান (আবুধাবি)

২৮ সেপ্টেম্বর, শুক্রবারফাইনাল (দুবাই)

এমএমআর/আরআইপি