ক্যাম্পাস

রাজবাড়ী সরকারি কলেজের সমস্যা সমাধানের দাবিতে বিক্ষোভ

স্কুল কলেজ দোকান নয়, শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষা আমার অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী সরকারি কলেজে শিক্ষকসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী সরকারি কলেজ সংসদ।বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী সরকারি কলেজ সংসদের আয়োজনে কলেজ প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যের পর অধ্যক্ষ প্রফেসর মো. জয়নাল আবেদিন এর মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শিবনাথ বিশ্বাস, সাবেক সভাপতি এজাজ আহাম্মেদ, সুমন বিশ্বাস, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ি সরকারি কলেজ সংসদ এর সভাপতি সাগর রায় প্রমুখ ।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শিক্ষার অধিকার আদায়ের জন্য ঐতিহ্যবাহী লড়াকু সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সরকারি কলেজে বিভিন্ন সমস্যার কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সমস্যার মধ্যে শিক্ষক ও শ্রেণি কক্ষ সংকট, লাইব্রেরি ও সেমিনারে পর্যাপ্ত বইয়ের অভাব, হোস্টেলে ভর্তি ফি অনুযায়ী সুযোগ-সুবিধা স্বল্পতা, কলেজে পরিবহন ব্যবস্থা না থাকা অন্যতম। স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, এ কলেজে একাদশ শ্রেণি হতে স্নাতক পাস ও সম্মানসহ স্নাতকোত্তর চালু রয়েছে। এখানে ১২টি বিষয়ে স্নাতক সম্মান ও ৭ টি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু থাকলেও এখন পর্যন্ত এনাম কমিটির সুপারিশ অনুযায়ী শিক্ষক পদ সৃষ্টি করা হয়নি। শুধু তাই নয়, বিদ্যমান পদগুলোর বেশ কিছু পদ শূন্য রয়েছে। একাদশ শ্রেণি থেকে স্নাতকোত্তরের এমন কয়েকটি বিষয়ে শিক্ষকদের পদের সংখ্যা রয়েছে মাত্র চারটি। তারা রাজবাড়ীসহ এই অঞ্চলের মানুষের শিক্ষা অর্জনে যথাযথ পদক্ষেপ নেয়ার দাবি জানান।রুবেলুর রহমান/এসএস/পিআর

Advertisement