জাতীয়

দুর্গাপূজায় অপতৎপরতা ঠেকাতে কঠোর নজরদারি : সচিব

দুর্গাপূজাকে কেন্দ্র করে যে কোনো রাজনৈতিক বা বিচারিক বিষয়কে ইস্যু বানিয়ে অপতৎপরতা সৃষ্টির চেষ্টা কঠোর নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন।

Advertisement

বুধবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে শারদীয় দুর্গাপূজার সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সচিব এ কথা বলেন। আগামী ১৫ অক্টোবর দুর্গাপূজা শুরু হবে। ১৯ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব।

দেশে ৩০ হাজারের বেশি ও রাজধানীতে ২৩৩টি পূজা মন্ডপ তৈরি হবে জানিয়ে সচিব বলেন, ‘মন্ডপে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে। রাখা হবে সিসিটিভির মতো পর্যবেক্ষণ ব্যবস্থাও।’

বিসর্জনের দিন শুক্রবার জুম্মার নামাজের জন্য দুপুর ১২টা থেকে ৩টা এবং পূজা চলাকালীন অন্যান্য দিনগুলোতে আজানের সময় উচ্চমাত্রার শব্দ সৃষ্টি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জননিরাপত্তা বিভাগের সচিব।

Advertisement

ইন্টারনেট ব্যবহার করে ধর্মীয় উস্কানি যেন সৃষ্টি না হয় সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে মোস্তাফা কামাল বলেন, ‘দেশে পূজা মন্ডপগুলোর সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণে এক লাখ ৭০ হাজার আনসার মোতায়েন হবে।’

তিনি বলেন, ‘বৈঠকে নেয়া সিদ্ধান্তগুলোর আলোকে নিজ নিজ জেলায় সভা আয়োজনের জন্য সারাদেশে জেলা প্রসাশকদেরও নির্দেশ দেয়া হবে। স্থানীয় পর্যায়ে সম্প্রীতি রক্ষার্থে সমাজিক গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সমন্বয় সাধন করা হবে।’

জননিরাপত্তা বিভাগের সচিবের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিজিবি, পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এবং পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

আরএমএম/এএইচ/আরআইপি

Advertisement