চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে কেমিকেলের একটি গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসছে। আগুনে আধাপাকা গোডাউনটি পুড়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
Advertisement
বুধবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে পাহাড়তলী থানার অদূরে ওই রঙের কেমিকেল ভর্তি গোডাউনে আগুনের সূত্রপাত হয় বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক জসিম উদ্দিন।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্টোল রুম সূত্র জানায়, ওয়েল্ডিংয়ের স্ফুলিঙ্গ থেকে রঙয়ের কেমিকেলের একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ১ ঘণ্টার চেষ্টায় দুপুর পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তারা আরও জানায় তাদের তাৎক্ষণিক পদক্ষেপে আগুনের বড় ক্ষতি থেকে বেঁচে গেছে আশপাশের বেশ কয়েকটি প্রতিষ্ঠান। আগুনে জাহাঙ্গীর নামে এক মালিকের গোডাউন পুড়ে গেছে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।
Advertisement
আবু আজাদ/এমএমজেড/আরআইপি