অনলাইন কেনাকাটা আরো জনপ্রিয় করতে অনলাইন শপিং ফেস্টিভ্যাল চালুর পরিকল্পনা করছে শীর্ষ সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক। তবে এ সুবিধামাত্র ভারতে রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে এ পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। -খবর ইটি ব্যুরো।জানা গেছে, ১২ আগস্ট বুধবার থেকে শুরু হবে এ উৎসব। চলবে ২৯ আগস্ট পর্যন্ত। আর এ উৎসবকে সামনে রেখে ফেসবুক মিডিয়া এজেন্সি গ্রুপএমের সঙ্গে মিলে একটি ওয়েবসাইট চালু করেছে। এ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে কেনাকাটার উৎসবে অংশগ্রহণ করতে পারবেন গ্রাহকরা। ধারণা করা হচ্ছে, এ উৎসবের মাধ্যমে সম্ভাব্য ১০ কোটি গ্রাহককে যুক্ত করা সম্ভব হবে ফেসবুক কর্তৃপক্ষ।উল্লেখ্য, ভারতে ফেসবুকের প্রায় ১১ কোটি ২০ লাখ গ্রাহক রয়েছে। আর এ ভিত্তি ব্যবহার করে দেশটির অনলাইন বাজারকে আরো সক্রিয় করতে ফেসবুক কার্যকর ভূমিকা রাখতে পারবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।এদিকে উৎসবের জন্য টাইটেল স্পন্সরের সন্ধান করছে শীর্ষ সামাজিক যোগাযোগ সাইটটি। টাইটেল স্পন্সরকে ৩ কোটি রুপি পরিশোধ করতে হবে বলে জানা যায়। প্রিন্সিপাল স্পন্সরকেও একই মূল্য পরিশোধ করতে হবে। আর সহযোগী স্পন্সরকে পরিশোধ করতে হবে ১ কোটি ৫০ লাখ রুপি। তবে উৎসবের বিষয়ে ফেসবুক ও গ্রুপএমের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।আরএস/এমএস
Advertisement